পুলিশ জানায়, আহত এক যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Published : 13 Feb 2024, 03:51 PM
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ধানবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও এক যাত্রী মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, সোমবার রাত ১২টার দিকে উপজেলার জারিয়া-শ্যামগঞ্জ সড়কের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই উপজেলার নাটেরকোনা গ্রামের আব্দুর রহমানের ছেলে মুহিত (৩৩) ও একই উপজেলার জালশুকা গ্রামের মজিবুর রহমানের ছেলে আনোয়ার (২৪)। আনোয়ার ওই অটোরিকশার চালক ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি মোহাম্মদ রাশেদুল বলেন, রাতে যাত্রী নিয়ে একটি অটোরিকশা শ্যামগঞ্জ থেকে জারিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে ধানবোঝাই একটি ট্রাক দুর্গাপুর থেকে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল।
“পথে আতকাপাড়া এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়।”
তিনি বলেন, এ ঘটনায় রিকশায় থাকা আরও এক যাত্রী আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ওসি বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক পলাতক। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।