সংগঠনটির ৫২ ভোটারের মধ্যে ৪৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Published : 28 Oct 2023, 09:51 PM
ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক পদে জুয়েল ইসলাম শান্ত নির্বাচিত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক মিলনায়তনে ভোট শেষে ফলাফল ঘোষণা করেন অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মো. সাকের উল্লাহ।
এতে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সাংবাদিক কামরুল হাসান ও জয়নাল আবেদিন বাবুল।
এর আগে দুপুর ১২টার দিকে সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিকাল ৩টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে ৫২ ভোটারের মধ্যে ৪৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রধান নির্বাচন কমিশনার সাকের উল্লাহ বলেন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদের মধ্যে পাঁচটিতে প্রতিদ্বন্দ্বী থাকায় ব্যালটের মাধ্যমে ভোট হয়েছে। বাকি আটটিতে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সভাপতি পদে শাকিল আহমেদ (দেশ টিভি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; আর সাধারণ সম্পাদক পদে জুয়েল ইসলাম শান্ত (ভোরের আকাশ) ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে তিনি জানান।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মাজেদুর রহমান, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল সুমন (পত্রিকা একাত্তর), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুর রাজ্জাক বাপ্পী বিজয়ী হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছেন- সহসভাপতি আহসান হাবীব বুলবুল (আমার সংবাদ), সহসাধারণ সম্পাদক নাহিদ রেজা (দ্যা ট্রাইবুন্যাল), দপ্তর সম্পাদক রহিম শুভ (প্রতিদিনের বাংলাদেশ), অর্থ সম্পাদক ওয়াদুদ হোসেন (সংবাদ সারাবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ জামান (বাংলা লাইভ টোয়েন্টিফোর ডটকম) এবং নির্বাহী সদস্য রহিম উল আলম খোকন, তারেক হোসেন ও আব্দুল আজিজ আরিফ।