তাকে আটক করে ঢাকায় নিয়ে যাওয়া হয় বলে জানায় পুলিশ।
Published : 18 Aug 2023, 10:54 PM
খুলনায় মেডিকেল কলেজে ভর্তি কোচিং থ্রি ডক্টরসের উপদেষ্টা ডা. ইউনুস উজ্জামান খান তারিমকে ফের আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
শুক্রবার সকালে ওই কোচিং সেন্টার থেকে তাকে আটক করা হয় বলে জানান খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন।
মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ২০১৯ সালেও তিনি আটক হয়েছিলেন।
ওসি মামুন বলেন, প্রশ্ন ফাঁসবিষয়ক একটি তদন্তে সিআইডির প্রধান কার্যালয়ের একটি দল খুলনায় আসে। তারা ডা. তারিমকে আটক করে ঢাকায় নিয়ে গেছেন। আটকের সময় খুলনা থানা পুলিশ তাদের সহযোগিতা করে।
তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা তা জানাতে পারেননি ওসি মামুন।
তারিম চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক ও খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।
তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। ডা. তারিম প্রায় দেড় যুগ ধরে মেডিকেলে ভর্তি কোচিংয়ের সঙ্গে জড়িত।
এদিকে, গত মঙ্গলবার হাসপাতালের সামনের দোকান থেকে কেনা ওষুধের বাড়তি দাম রাখার জেরে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের অন্তত ২৪ জন আহত হন। এ ঘটনায় প্রতিবাদে ক্লাস বর্জনের ডাক দেন ওই মেডিকেলের শিক্ষার্থীরা। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকরাও কর্মবিরতি পালন করেন। ফের সংঘর্ষ ও হামলার আশঙ্কায় ঘটনার দিন থেকে দোকান বন্ধ রাখে ওষুধ ব্যবসায়ীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই সংঘর্ষের ঘটনায় করা মামলায় গত বুধবার দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে স্থানীয় রাজনৈতিক নেতারা শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে গত বৃহস্পতিবার শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।
অপরদিকে, স্থানীয় সংসদ সদস্য ও কাউন্সিলরের সহায়তায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকান খোলেন ওষুধ ব্যবসায়ীরা।
আরও পড়ুন:
খুলনা মেডিকেল: শিক্ষার্থীদের ধর্মঘট প্রত্যাহার, কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা
খুলনা মেডিকেল: শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার ২, খোলেনি ওষুধের দোকান
খুলনা মেডিকেল: ক্লাস বর্জন-ইন্টার্নদের কর্মবিরতি, খোলেনি ওষুধের দোকান
খুলনা মেডিকেলের ছাত্রদের সঙ্গে ওষুধ ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ২৪