তিন দিন আগে ওষুধ কেনাকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মেডিকেল শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
Published : 17 Aug 2023, 02:34 PM
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে ফের সংঘর্ষ ও হামলার আশঙ্কায় ঘটনার দিন থেকে দোকান বন্ধ রেখেছেন ওষুধ ব্যবসায়ীরা। তাতে সাধারণ রোগীরা দুর্ভোগে পড়েছেন।
বুধবার রাতে শহরের বয়রা বাজার থেকে একজন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছোট বয়রার হাসানবাদ থেকে অপরজনকে গ্রেপ্তার করা হয় বলে সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক জানান।
গ্রেপ্তাররা হলেন- খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিপ্লব মেডিসিন কর্নারের মালিক এস এম মাহমুদুর রহমান বিপ্লব (৩০) ও তার দোকানের কর্মচারী মীর বায়জিদ (২০)।
ওসি মমতাজুল বলেন, গ্রেপ্তার দুই জনকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
মঙ্গলবার রাতে মেডিকেল কলেজের পক্ষ থেকে সোনাডাঙ্গা থানায় মামলাটি করা হয়।
এদিকে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে বুধবার রাত ৯টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে যান খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক।
সংসদ সদস্য সে সময় পুলিশকে ফোন করে শিক্ষার্থীদের উপর হামলাকারী ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।
সোমবার সন্ধ্যায় ওষুধ কেনাকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মেডিকেল শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় কমপক্ষে ১৫ শিক্ষার্থী এবং নয়জন ওষুধ ব্যবসায়ী আহত হন।
এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে কর্মবিরতি শুরু করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
সংঘর্ষের ঘটনায় দোষীদের বিচারসহ তিন দাবিতে বুধবার হাসপাতালের পরিচালকের কার্যালয়ে তালা দিয়ে কলেজে গেইটের কাছে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।
আরও পড়ুন:
খুলনা মেডিকেল: ক্লাস বর্জন-ইন্টার্নদের কর্মবিরতি, খোলেনি ওষুধের দোকান