হামলাকারীদের সবাইকে গ্রেপ্তারসহ অন্যান্য দাবি পূরণ না হলে ইন্টার্ন চিকিৎসকরা আবারও কর্মবিরতির কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি।
Published : 17 Aug 2023, 08:16 PM
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের ধর্মঘট ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কলেজ গেইটের সামনে চলা বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সেইসঙ্গে খুলে দেওয়া হয় কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, হাসপাতালের পরিচালক ও উপপরিচালকের কক্ষের দরজায় লাগানো তালা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি সাইফুল ইসলাম অন্তর বলেন, “যেহেতু রাজনৈতিক নেতারা শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন, তাই শিক্ষার্থীরা তাদের প্রতি আস্থা রেখে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। সব ইন্টার্ন চিকিৎসককে তাদের নিজ নিজ কাজে ফিরে যেতে অনুরোধ করা হয়েছে।”
তবে হামলাকারীদের সবাইকে গ্রেপ্তারসহ অন্যান্য দাবি পূরণ না হলে ইন্টার্ন চিকিৎসকরা আবারও কর্মবিরতির কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও যোগ করেন সাইফুল ইসলাম।
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী বলেন, তাদের তিন দফা দাবির প্রথম দাবি ছিল হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের গ্রেপ্তার। বুধবার রাতে পুলিশ এজাহারভুক্ত চার আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। আর অজ্ঞাত ৫০ আসামির মধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে একজনকে।
দ্বিতীয় দাবি ছিল, মেডিকেল কলেজ হাসপাতালে দুটি মডেল ফার্মেসি স্থাপন এবং তৃতীয় দাবি ছিল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন।
এরই মধ্যে প্রশাসন একটি মডেল ফার্মেসি স্থাপন করার উদ্যোগ নিয়েছে, পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি পূরণেরও আশ্বাস দেওয়া হয়েছে।
এসবের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
অন্যদিকে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনের ওষুধের দোকান মালিক জিল্লুর রহমান জুয়েল বলেন, “বিষয়টি আমরা রাজনৈতিকভাবে সমাধানের চেষ্টা করছি। রাতে ওষুধ ব্যবসায়ীদের নিয়ে আলোচনায় বসব।”
গত সোমবার সন্ধ্যায় ওষুধ কেনাকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মেডিকেল শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় কমপক্ষে ১৫ শিক্ষার্থী এবং নয়জন ওষুধ ব্যবসায়ী আহত হন।
এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে কর্মবিরতি শুরু করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
সংঘর্ষের ঘটনায় দোষীদের বিচারসহ তিন দাবিতে বুধবার হাসপাতালের পরিচালকের কার্যালয়ে তালা দিয়ে কলেজে গেইটের কাছে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই সংঘর্ষের ঘটনায় করা মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের বয়রা বাজার থেকে একজন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছোট বয়রার হাসানবাদ থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক।
আরও পড়ুন:
খুলনা মেডিকেল: শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার ২, খোলেনি ওষুধের দোকান
খুলনা মেডিকেল: ক্লাস বর্জন-ইন্টার্নদের কর্মবিরতি, খোলেনি ওষুধের দোকান
খুলনা মেডিকেলের ছাত্রদের সঙ্গে ওষুধ ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ২৪