শেরপুরে গভীর রাতে ২ বিএনপি নেতা গ্রেপ্তার

এসআই আজিজুল বলেন, দুজনকে রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2023, 11:29 AM
Updated : 25 April 2023, 11:29 AM

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ।

সোমবার গভীর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার তামাগাঁও গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা ডিবির এসআই আজিজুল হক জানান।  

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান মামুন।

পুলিশ দাবি করেছে, আমিনুল ইসলাম বাদশার বাড়িতে বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় অন্যরা পালিয়ে গেলেও দুজনকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে তিনটি লাল স্কচট্যাপ মোড়ানো হাতবোমা সাদৃশ্য বস্তু, ৯০টি ইটের টুকরা এবং ২৫টি ছোট-বড় বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় ডিবি কর্মকর্তা আশরাফুল ইসলাম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনের নামে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এসআই আজিজুল হক বলেন, দুজনকে রিমান্ডে চেয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।