সোমবার সকালে ঘাস খাওয়াতে মহিষটি মাঠে নিয়ে গেলে হঠাৎ দৌড়াতে শুরু করে; এ সময় গোলাপ মিয়াসহ ১০ জনকে আঘাত করে।
নরসিংদীর রায়পুরা উপজেলায় নদী থেকে ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে বাঁশগাড়ি ইউনিয়নের মেঘনার শাখা পাগলা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশের রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সত্যজিৎ রায় জানান।
নিহত মো. স্বপন মিয়া (৪২) বাঁশগাড়ি ইউনিয়নের বটতলীকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে এবং ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।
পুলিশ জানিয়েছে, স্বপন মিয়ার বিরুদ্ধে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় রায়পুরা থানায় ১২টি মামলা রয়েছে।
তিনি কেন খুন হয়েছে এবং ঘটনায় কারা জড়িত সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু জানাতে পারেনি।