বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা সাধারণ নাগরিককে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না।
Published : 11 Mar 2024, 04:02 PM
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে মিয়ানমার সীমান্তরক্ষা বাহিনী-বিজিপির আরও ২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী-বিজিবির সদর দপ্তরের জনসংযোগ বিষয়ক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধীন জামছড়ি বিওপির দায়িত্বে থাকা সীমান্ত এলাকা দিয়ে ওই ২৯ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
তারা মিয়ানমারের অংথাপায়া ক্যাম্প থেকে অনু্প্রবেশ করেছেন বলে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ বিষয়ক কর্মকর্তা বলেন।
এর আগে ১৫ ফেব্রুয়ারি রাখাইন রাজ্যে যুদ্ধের মধ্যে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনীর সদস্যসহ ৩৩০ জনকে দেশটিতে ফেরত পাঠানো হয়।
তাদের মধ্যে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপি ৩০২ জন, তাদের পরিবারের চার সদস্য, দুজন সেনা সদস্য, ১৮ জন ইমিগ্রেশন সদস্য এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন।
এদিকে, সোমবার দুপুর ১২টার দিকে ‘মিয়ানমারের কিছু সৈন্য’ বাংলাদেশে আশ্রয় নেওয়ার বিষয়টি শুনেছেন বলে সাংবাদিকদের কাছে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন।
এলাকাটি তার ইউনিয়নের হলেও মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে ‘কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না’ বলেও জানান তিনি।
ওই সীমান্তের ৪৫/১৮ পিলারের কাছাকাছি নুরুল আলম কোম্পানির চা বাগান এলাকায় মিয়ানমারের বিজিপির কিছু সদস্যকে বিজিবির সদস্যরা ঘিরে রাখতে দেখেছেন বলে এলাকার এক স্কুলশিক্ষক জানান।
এদিকে, বিজিবির সদস্যরা সাধারণ নাগরিকদের ওই এলাকায় প্রবেশ করতে দিচ্ছেন না।
আরও পড়ুন
যেভাবে মিয়ানমারে ফিরলেন বিজিপির ৩৩০ জন
পালিয়ে আসা ১০০ বিজিপি সদস্যকে টেকনাফে স্থানান্তর
মিয়ানমারের সীমান্তরক্ষীদের নৌপথে পাঠানোর প্রস্তুতি
মিয়ানমার থেকে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাখাইন থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে বাংলাদেশ
মিয়ানমারে যুদ্ধ: পাল্টে গেল ঘুমধুমের সেই এসএসসি পরীক্ষা কেন্দ্র
মিয়ানমারে যুদ্ধ: রাখাইনের যে খবর পাচ্ছেন ক্যাম্পের রোহিঙ্গারা
১৬৫ বিজিপি গেল মিয়ানমারের জাহাজে, বিকালের মধ্যে বাকিদের হস্তান্তর