“আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাব, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
Published : 25 Apr 2024, 11:56 PM
ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে গণপিটুনিতে নিহত দুই নির্মাণ শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং আর্থিক সহায়তা দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা।
বৃহস্পতিবার বিকালে নেতারা নওয়াপাড়া ইউনিয়নের চোপেরঘাট এলাকায় নিহতদের বাড়িতে যান। তারা দুই ভাইয়ের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব আজিজুল হক, ঢাকা মহানগরের আমির কাফায়েত উল্লাহ।
এ ছাড়া মধুখালী থানার ওসি মিরাজ হোসেন, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান সাংবাদিকদের বলেন, “ঘটনার সময়ের ভিডিও, পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এতটুকু বোঝা গিয়েছে, এতে ডুমাইন ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার দুইজন সরাসরি জড়িত।
“আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাব, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
অন্যথায় হেফাজতে ইসলাম সারাদেশে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের মহাসচিব।
১৮ এপ্রিল সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের একটি কালী মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধরা পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানরত নির্মাণ শ্রমিকদের ওপর হামলা চালায়। স্কুলের টয়লেট নির্মাণের কাজ চলছিল। সেজন্য শ্রমিকরা সেখানে ছিলেন।
জনতার পিটুনিতে দুই শ্রমিকের প্রাণ যায়। তারা হলেন, উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল (২১) ও তার ভাই আশাদুল (১৫)। এ ঘটনায় আহত আরও পাঁচ শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, পঞ্চপল্লীর ঘটনায় তিনটি মামলা হয়েছে। এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজন আদালতে জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারের তালিকায় ভিডিওতে দেখা দুই ব্যক্তিও আছেন।
ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। পাশাপাশি ইউপি চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
ঘটনার পরেই মধুখালীর ডুমাইন ও নোয়াপাড়া এলাকা পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব। এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, রেলমন্ত্রী জিল্লুল হাকিমও পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: