বরিশালের উজিরপুর উপজেলায় অবিস্ফোরিত হাতবোমাসহ ছাত্র শিবিরের সাত কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার নতুন হাট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান।
আটকরা হলেন- উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের জাহিদুল ইসলাম (২০), গোলাম কিবরিয়া (২৪), চকমান গ্রামের মাহাবুব ফকির (১৯), একই গ্রামের রাকিবুল ইসলাম (১৬), সায়মন তালুকদার (২০), সদর উপজেলার কর্নকাঠি গ্রামের মেহেদী হাসান (২০) ও বাগেরহাটের পৌর এলাকার আবু সাঈদ হাওলাদার (২৫)।
এ বিষয়ে ওই থানার ওসি জাফর আহমেদ বলেন, “নতুন শিকারপুর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল বের করে ছাত্র শিবিরের কর্মীরা। এ সময় তারা একটি হাতবোমা বিস্ফোরণ করে নাশকতা, অগ্নিসংযোগ ও যানবাহনে ভাঙচুরের চেষ্টা করে।”
ওই সময় স্থানীয়দের সহায়তায় অবিস্ফোরিত ছয়টি হাতবোমাসহ সাতজনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিরুদ্ধে বিস্ফোরকসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে বলে পুলিশের এই কর্মকর্তা।