কুষ্টিয়ায় দ্বন্দ্বের জেরে যুবক খুন, গ্রেপ্তার ৩

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2023, 09:37 AM
Updated : 8 Feb 2023, 09:37 AM

কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান জানান, বুধবার ভোর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান উল আলম লিংকনের মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর পৌর এলাকার মোশাররফপুর এলাকায় তাকে ছুরকাঘাতে জখম করা হয়।

নিহত ৩৫ বছর বয়সী সুলতান উল আলম লিংকন ওই এলাকার আবদুর রশিদের ছেলে। তিনি এলাকায় দর্জির দোকান চালাতেন।

এ ঘটনায় লিংকনের বাবা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তরা হলেন- আব্দুল করিম বক্স, রেহানা খাতুন ও সাহারা খাতুন।

স্থানীয়দের বরাতে পরিদর্শক রাকিবুল হাসান বলেন, একই এলাকার করিম বক্সের ছেলে শাহিন মল্লিক ও রাজ্জাক মল্লিকসহ তাদের অনুসারীদের সঙ্গে লিংকনের দ্বন্দ্ব চলছিল। ২/৩ আগে লিংকনের প্রতিবেশী এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জেরে তাদের মধ্যে দ্বন্দ্ব আরও বেড়ে যায়।

এর জেরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

এ সময় ছুরিকাঘাতে গুরুতর জখম লিংকনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান চলছে।