জামালপুর জেলা কারাগারে দুই বন্দির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা কারাগারের জেলার আবু ফাতাহ এ তথ্য জানান।
মৃতরা হলেন- মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি গ্রামের বাসিন্দা শাহীন হাওলাদার (৪৫) এবং মেলান্দহ উপজেলার কাংগালর্কুশা গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী (৬২)।
জেলার আবু ফাতাহ জানান, মাদক মামলার আসামি শাহীন চলতি বছরের ৩১ অগাস্ট থেকে কারাগারে ছিলেন। রাত ১২টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, “হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব আলী ২০১৮ সাল থেকে কারাগারে ছিলেন। মঙ্গলবার ভোরে তিনি হৃদ্রোগে আক্রান্ত হলে তাকেও ওই হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই জেলার।
জামালপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামীম ইফতেখার সাংবাদিকদের বলেন, “দুইজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।”