মাদকাসক্ত হওয়ায় জিহাদের সঙ্গে পরিবারের কারো যোগাযোগ নেই বলে জানা গেছে।
Published : 30 Nov 2023, 11:38 AM
মাদারীপুরের শিবচর উপজেলায় পরিত্যক্ত ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার বসুন্ধরা এলাকার ময়নাকাটা নদীর পাড়ে এ ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি সুব্রত গোলদার জানান।
মৃত মো. জিহাদ হোসেন (৪০) ওই এলাকার বাসিন্দা।
ওসি সুব্রত বলেন, দুই দিন ধরে জিহাদকে ওই ঘর শুয়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে দুর্গন্ধ পেয়ে বিকালে স্থানীয়রা ঘরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, জিহাদ নদীর পাড়ে একটি টিনের ঘরে থাকতেন। তার বাবা-মাসহ পরিবারের সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী। মাদকাসক্ত হওয়ায় জিহাদের সঙ্গে পরিবারের কারো যোগাযোগ নেই বলে জানা গেছে।
প্রাথমিকভাবে মরদেহ দেখে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানান ওসি সুব্রত।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]