“ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই যুবককে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে।”
Published : 27 Apr 2025, 10:45 AM
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদী থেকে এক ব্যক্তির মাথা বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর কাচরন্দ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে দৌলতদিয়া নৌ-পুলিশের এসআই অপূর্ব জানান।
মৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এসআই অপূর্ব বলেন, “মাথা বিহীন এক যুবকের মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
“লাশ দেখে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই যুবককে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে।”
মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।