নীলফামারীর ৩৫ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসব উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করা হয়।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 12:21 PM
Updated : 14 Nov 2023, 12:21 PM

নীলফামারীর ৩৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন করেন বলে জানিয়েছেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম, জেলা পুলিশ সুপার গোলাম সবুর ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ৩৫টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করা হয়।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় এক হাজার ৪৯০ দশমিক ১৩ কোটি টাকা ব্যয়ে বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্প এবং ৩১৬ দশমিক ৬১ কোটি টাকা ব্যয়ে রংপুর-নীলফামারী-পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ প্রকল্প।

ক্রীড়া অধিদপ্তরের আওতায় কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প উদ্বোধন করেন সরকার প্রধান।

এছাড়া আশ্রয়ণ প্রকল্পের আওতায় সৈয়দপুর উপজেলায় ১০টি ঘর নির্মাণ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় জেলার ছয় উপজেলায় ৯ কোটি ৯০ লাখ ৮৩ হাজার ৮৮২ দশমিক ২৬ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার ১৫টি ভবন নির্মাণ, গণপূর্ত বিভাগের আওতায় নীলফামারী সদর উপজেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন এবং জেলা রেজিস্ট্রি অফিস ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।