সোমবার সন্ধ্যায় শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ করা হয়েছে বলে জানান ওসি।
Published : 03 Apr 2023, 08:57 PM
গাজীপুর নগরীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ শেষে এক মাসের টাকা পেয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে কোনাবাড়ী থানার জরুন এলাকায় ‘কেয়া নিট কম্পোজিট লিমিটেড’ কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
এরপর তারা বিকাল ৫টা পর্যন্ত কোনাবাড়ি-জিরাব আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
সন্ধ্যায় এক মাসের বেতন পরিশোধ করার পর শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার শ্রমিকরা জানান, কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানায় তিন শিফটে প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন। এ ছাড়া অফিসের কর্মচারী রয়েছেন শতাধিক। কর্মচারীদের বেতন বকেয়া তিন মাসের। কারখানার শ্রমিকরা বেতন পাবেন ফেব্রুয়ারি ও মার্চ মাসের।
তারা আরও জানান, বৃহস্পতিবার শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও দিই, দিচ্ছি বলে কালক্ষেপণ করে কারখানার কর্তৃপক্ষ। পরে তারা রোববার বেতন দেওয়ার কথা জানায়। কিন্তু ওইদিন রাতেও বেতন না পেয়ে শ্রমিকরা কারখানায় বিক্ষোভ করেন।
এরপর সোমবার সকাল থেকে শ্রমিকদের একটি দল কারখানার বাইরে কোনোবাড়ি-জিরাব অঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। একই সময়ে শ্রমিকদের আরেকটি দল কারখানার ভেতরে কাজ বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
ওই কারখানার কর্মকর্তা সুমন আহমেদ বলেন, “সোমবার বিকালের মধ্যে বেতন দেওয়া হবে। শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবে। মার্চ মাসের বেতন দেওয়ার সময় এখনও হয়নি।”
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে অবস্থা নিয়ে সড়ক অবরোধ করে রাখেন। দীর্ঘ সময় সড়ক অবরোধ করায় প্রচুর যানবাহন আটকে থাকে; মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
সন্ধ্যায় এক মাসের বেতন পরিশোধ করায় পোশাক শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।