কোম্পানীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় গেল শিশুর প্রাণ

শিশুটির বাবা জানান, চালক বেপরোয়া গতিতে রাস্তায় তার ছেলেকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2023, 06:04 PM
Updated : 24 Feb 2023, 06:04 PM

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু প্রাণ হারিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের মাঝেরগাঁওয়ে দুর্ঘটনায় শিশুটি আহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সে মারা যায়।

নিহত নাঈম (১১) ওই এলাকার আল আমিনের ছেলে।

মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে; অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

নাঈমের বাবা আল আমিন বলেন, “ভারত থেকে চিনি পাচারের সময় বিজিবির সদস্যরা একটি মোটরসাইকেল আরোহীকে ধাওয়া দেন। বেপরোয়া গতির কারণে চালক রাস্তায় আমার ছেলের ওপর তার মোটরসাইকেল উঠিয়ে দেন। এতে গুরুতর আহত হয় নাঈম।”

তিনি আরও বলেন, “পরে আমরা তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে শুক্রবার সকালে সে মারা যায়।”  

কোম্পানীগঞ্জের উৎমা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার তারিকুল জানান, দুর্ঘটনা ঘটিয়ে চালক মোটরসাইকেলটি রেখে পালিয়ে যান। পরে চিনিসহ মোটরসাইকেলটি ক্যাম্পে নেওয়া হয়।