দিনাজপুরে বাস-পিকআপ সংঘর্ষে দুই চালক নিহত, আহত ১২

আহতদের মধ্যে পাঁচ জনকে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2023, 06:06 AM
Updated : 16 April 2023, 06:06 AM

দিনাজপুরের বিরামপুরে উপজেলায় একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

রোববার সকাল ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিজুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান বিরামপুর থানার পরিদর্শক মোমিনুল ইসলাম।

নিহতরা হলেন বাসচালক রব্বানী (৩৫) এবং পিকআপ চালক আজাদ (৩৬)।

রব্বানীর বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাটে এবং আজাদের ব্রাক্ষণবাড়িয়ায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিদর্শক মোমিনুল জানান- নাবিল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে দিনাজপুর আসছিল। পথে বিজুল (বটতলী) নামক স্থানে গোবিন্দগঞ্জ অভিমুখি সবজি বোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির।

“এতে গাড়িগুলির সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন।এ সময় আহত হন বাসের ১২ যাত্রী।”

পরে বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে চিকিৎসক আহতদের মধ্যে পাঁচ জনকে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন বলে জানান পরিদর্শক মোমিনুল।