এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে।
Published : 19 Feb 2024, 12:03 PM
সিলেটে ওসমানীনগর উপজেলায় ভারত থেকে অবৈধভাবে আসা ১৫০ বস্তা চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় চালককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার গোয়ালাবাজারের ইলাশপুর এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয় বলে সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. সম্রাট তালুকদার জানান।
গ্রেপ্তার নিজাম উদ্দিন (২৯) সিলেটের জৈন্তাপুরের উত্তর ঘাটেরচটি গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে। নিজামকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় বলা হয়েছে, ট্রাকটির উপরে বালি রাখা ছিল। আর বালির নীচে থরেথরে সাজানো ছিল ৫০ কেজি ওজনের ১৫০টি চিনির বস্তা।
পুলিশ জানায়, পালিয়ে যাওয়া অন্য দুই আসামি জৈন্তাপুরের হরিপুরের সাদিক মিয়া ও কামরুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চলছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০৩ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]