কুড়িগ্রাম পৌর শহরের বাসিন্দা জহুরুল পাখিটিকে উদ্ধারের পর চিকিৎসা দেওয়ায় প্রশংসায় ভাসছেন।
Published : 29 Dec 2023, 09:02 PM
শিকারির ছোড়া গুলিতে আহত একটি ‘অতিথি’ পাখিকে উদ্ধারের পর চিকিৎসার ব্যবস্থা করে প্রশংসিত হচ্ছেন স্থানীয় এক ব্যক্তি।
কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আল মামুন জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাদের কার্যালয়ে পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উপজেলার মোগল বাসা ইউনিয়ন থেকে পাখিটি উদ্ধার করেন কুড়িগ্রাম পৌর শহরের বাসিন্দা জহুরুল ইসলাম লিটু।
তিনি বলেন, “আজ বিকালে রাস্তার পাশে একটি পাখিকে রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখি; কাছে যাওয়ার পর খেয়াল করলাম গুলিবিদ্ধ। হয়ত কোনো শিকারি গুলি করেছে। পরে তাকে বাঁচাতে কুড়িগ্রাম প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসি চিকিৎসার জন্য।
“এখানে ডাক্তার ওষুধ লিখে দিয়েছে। খাওয়ানোর পর দেখি কি অবস্থা হয়। পাখিটি আমার হেফাজতেই থাকবে আপাতত। সুস্থ হলে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে অবমুক্ত করার জন্য।”
প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আল মামুন বলেন, “হারগিলা অতিথি পাখি। পাখিটিকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে, কিছু ওষধ লিখে দিয়েছি। আশা করা হচ্ছে পাখিটি স্বাভাবিক হবে।“
এদিকে পাখিটির চিকিৎসার ব্যবস্থা করায় স্থানীয়দের প্রশংসা পাচ্ছেন জহুরুল ইসলাম লিটু।
রবিউল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, “আমি দেখলাম জহুরুল একটা আহত পাখিকে চিকিৎসার জন্য নিয়ে আসছে। কেউ একজন পাখিটিকে গুলি করেছে। পাখিটিকে বাঁচাতে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দেখে খুবই ভালো লাগছে।”