সিলেটের সড়কে প্রাইভেট কার চাপায় প্রাণ গেল মা-ছেলের

রাতে হাসপাতালের সামনে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন সালমা ও কাইয়ুম।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 11:09 AM
Updated : 14 Nov 2023, 11:09 AM

সিলেটের ওসমানীনগরে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কার চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর এলাকার ইলাশপুরের ভার্ড চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার জানান।

নিহতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালাম বেগম (৫২) ও তার ছেলে আব্দুল কাইয়ুম (৩২)। তারা ভার্ড চক্ষু হাসপাতালের পাশেই একটি বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে ওই হাসপাতালের সামনে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন সালমা ও কাইয়ুম। এ সময় সিলেট থেকে আসা একটি প্রাইভেট কার মা-ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সহকারী পুলিশ সুপার সম্রাট জানান, খবর পেয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠায়। 

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]