মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Published : 24 Oct 2023, 09:47 PM
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় কলা বাগান থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রামে মরদেহটি পাওয়া যায় বলে মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান।
নিহত ফাতেমা বেগম (১৮) ওই গ্রামের শাহ আলমের মেয়ে এবং একই ইউনিয়নের হাজীপুর গ্রামের আনাম আলীর স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে আজিজুর বলেন, সকালে এক শ্রমিক ওই কলা বাগানে ফাতেমার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়।
এরপর স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে তদন্ত চলছে; পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।