প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরটিতে আগুন লাগে।
Published : 23 Feb 2024, 03:38 PM
গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলায় বসতঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার ওড়াকান্দি গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানান রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন।
নিহত গৃহবধূ স্বপ্না দাস (৪৮) ওই গ্রামের রূপ দাসের স্ত্রী।
পুলিশ কর্মকর্তা মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরটিতে আগুন লাগে। দ্রুত আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা স্বপ্না দাস অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর কাশিয়ানী উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
মামুন আরও জানান, আগুনে ঘরে থাকা নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।