আব্দুস সালাম বলেন, “প্রার্থিতা ফিরে পেয়ে প্রচারে নেমেছি। আশা করছি ৭ সাত জানুয়ারি জনগণের রায় আমার পক্ষেই আসবে।”
Published : 20 Dec 2023, 05:21 PM
প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম।
বুধবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর কাছ থেকে প্রতীক পাওয়ার পর ভোটের প্রচার শুরু করেন তিনি।
এ সময় নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম ১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। এবার তাকে আবারও মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল।
যাচাই-বাছাইয়ে ময়মনসিংহ-৯ আসনের এ নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে সালামের প্রার্থিতা বাতিল চান এ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান।
সেই আবেদনের শুনানি করে গত ১৪ ডিসেম্বর ঋণখেলাপের অভিযোগে সালামের প্রার্থিতা অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাই কোর্টে আসেন সালাম।
সোমবার সালামের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করে দেয়।
এর ফলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আব্দুস সালামের কোনো বাধা রইল না। সালামের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী ও অ্যাডভোকেট মতিউর রহমান ভূঁইয়া।
আব্দুস সালাম বলেন, “আমিও আওয়ামী লীগ করি, আর যিনি আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন তিনিও আওয়ামী লীগের বর্তমান এমপি। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা আমাকে পছন্দ করে এবার নৌকা প্রতীক দিয়েছেন। এর আগেও এই আসনটিতে আমি দুই দুইবার আওয়ামী লীগের এমপি ছিলাম।
“আনোয়ারুল আবেদীন খান শেখ হাসিনার মার্কাকে স্বাগত না জানিয়ে সেটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। যাই হোক প্রার্থিতা ফিরে পেয়ে প্রচারে নেমেছি। আশা করছি ৭ সাত জানুয়ারি জনগণের রায় আমার পক্ষেই আসবে।”
আরও পড়ুন: