র্যাব জানায়, তাদের কাছ থেকে নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে; যার বাজারমূল্য আনুমানিক দেড় লাখ টাকা।
Published : 15 Apr 2024, 10:52 AM
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের মাদক কারবারি বলছে পুলিশ।
সোমবার সকালে র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মুহাম্মদ জাহিদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- জাহিরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী ভানু বিবি (৪৫)। তারা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রোববার বিকালে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী এবং সহকারী পুলিশ সুপার মুহাম্মদ জাহিদ হাসানের নেতৃত্বে একটি বিশেষ দল মুক্তাগাছার ভাবকির মোড় এলাকায় অভিযান চালায়।
“এ সময় মাদক ব্যবসায়ী জাহিরুল ও ভানুকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে; যার বাজারমূল্য আনুমানিক দেড় লাখ টাকা।”
গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় নেশা জাতীয় ইনজেকশন কেনাবেচা করে আসছিল। মামলা দায়েরের পর তাদের মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।