গত ২১ এপ্রিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক চিঠিতে এ এম মাহবুব উদ্দিন খোকনকে সিনিয়র সহ-সভাপতির পদ থেকে অব্যাহতির কথা জানায়।
Published : 30 Apr 2024, 06:32 PM
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান এ কথা জানান।
নাম প্রকাশ না করে ফোরামের নেতারা জানান, মাহবুব উদ্দিনকে অব্যাহতি দেওয়ার পর তিনি দুঃখ প্রকাশ করে ফোরামের নেতৃত্বের কাছে চিঠি দিয়েছিলেন। ওই চিঠি নিয়ে ফোরামের নেতারা বৈঠক করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন।
আলোচনায় মাহবুব উদ্দিনের দুঃখ প্রকাশের বিষয়টি বিবেচনায় নিয়ে ফোরাম থেকে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
সংগঠনের গঠনতন্ত্রই নেই, আমাকে অব্যাহতি দেয় কীভাবে: খোকন
মাহবুব উদ্দিন খোকনকে আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি
গত ২১ এপ্রিল মো. জিয়াউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাহবুব উদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
পরে এক সংবাদ সম্মেলনে ফোরামের মহাসচিব কায়সার কামালের সমালোচনা করেন খোকন।
এরপর দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে কায়সার কামালের কাছে খোকন দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে বিএনপির প্যানেল থেকে সভাপতি পদে তিনি এবং দলের অপর তিনজন সদস্য পদে জয়লাভ করেন। এরপর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে চিঠি দিয়ে তাকে এবং সদস্যকে দায়িত্ব না নেওয়ার আহ্বান জানানো হয়।
ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী ও মহাসচিব কায়সার কামাল এ চিঠি দেন।
মাহবুব উদ্দিন খোকন গত ৪ এপ্রিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিদ্ধান্ত অমান্য করে দায়িত্ব গ্রহণ করেন। তবে তিন সদস্য দায়িত্ব গ্রহণ করেননি। এরপর খোকনকে ফোরাম থেকে অব্যাহাতি দেওয়া হয়।