কিশোরগঞ্জগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয় বলে জানায় পুলিশ।
Published : 20 Oct 2023, 11:47 PM
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী মামি ও ভাগনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার কাউয়ারগাতী এলাকায় এ ঘটনা ঘটে বলে নান্দাইল হাইওয়ে থানার হাইওয়ে থানার ওসি মো. শফিউর রহমান জানান।
নিহতরা হলেন- উপজেলার শেরপুর ইউনিয়নের দক্ষিণ শেরপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে শামসুন্নাহার আক্তার (৩৫) ও একই এলাকার আব্দুল হান্নানের ছেলে হৃদয় মিয়া (২৮)। সম্পর্কে তারা মামি-ভাগনে।
ওসি মো. শফিউর রহমান বলেন, “শামসুন্নাহার ও হৃদয় অটোরিকশায় করে কিশোরগঞ্জ থেকে নান্দাইলের চৌরাস্তার দিকে আসছিলেন। পথে কিশোরগঞ্জগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে শামসুন্নাহার ও হৃদয় ঘটনাস্থলেই মারা যায়।”
খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধারের পাশাপাশি আহত এক যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি শফিউর রহমান।