একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
Published : 18 Apr 2025, 09:05 AM
চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।
শুক্রবার ভোরের এ দুর্ঘটনায় নিহত দুজনই ভ্যান গাড়ির আরোহী ছিলেন বলে জানিয়েছেন সদর থানার ওসি খালেদুর রহমান।
নিহতরা হলেন- ভ্যান চালক আব্দুর রাজ্জাক (৬০) ও যাত্রী গোলাম সরোয়ার (৬৫)। রাজ্জাক সদর উপজেলার কুতুবপুর গ্রামের মৃত মকছেদ মন্ডলের ছেলে। আর সরোয়ার মোহাম্মদজুমা গ্রামের ইসমাইল খন্দকারের ছেলে।
ওসি খালেদুর রহমান জানান, সদর উপজেলার মোহাম্মদজুমা থেকে ভ্যানে করে সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলেন আব্দুর রহমান ও গোলাম সরোয়ার। চাল ব্যবসায়ী সরোয়ার ব্যবসায়িক কাজে ঘর থেকে বেরিয়েছিলেন। নয়মাইল বাজারে পৌঁছলে একটি গাড়ি তাদের ভ্যানকে ধাক্কা দিয়ে চলে যায়। তাতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
ওসি খালেদুর বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ওই স্থান দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।