নিহত সেলিম একই গ্রামের হুমায়ুন মণ্ডল হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।
Published : 01 Aug 2022, 07:26 PM
কুষ্টিয়ার কুমারখালীতে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া গ্রামে এঘটনা ঘটে বলে জানান কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার।
নিহত সেলিম আলী (৪০) চরপাড়া গ্রামের মৃত সেকেন আলির ছেলে।
ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ২০২০ সালের ৬ মে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের হুমায়ুন মণ্ডলকে হত্যা করে প্রতিপক্ষ। ওই মামলার প্রধান আসামি ছিলেন সেলিম।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, সোমবার সকাল ৮টার দিকে হুমায়ুন মণ্ডল হত্যা মামলার বাদীপক্ষের বাড়ির পাশ দিয়ে কাজে যাচ্ছিলেন সেলিম।
“এ সময় একদল লোক তাকে ধরে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সেলিমকে।”
ওসি জানান, সেলিমের চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। পথেই তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে আটক করেছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।