“মাছটি অনেক বড় হওয়াই একক ক্রেতা না থাকায় মাছটি কেটে প্রতি কেজি ১২০০ টাকা দরে ৩০ হাজার টাকায় বিক্রি করি।”
Published : 04 Feb 2024, 05:31 PM
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ধরা পড়া ২৫ কেজি ওজনের একটি বাঘাইর ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার চালা ইউনিয়নের সাটি নাওদা এলাকার জেলে আইয়ূব আলীর জালে মাছটি ধরা পড়ে।
আইয়ূব আলী জানান, মধ্য রাতে তার জালে বাঘাইর মাছটি ধরা পড়ে। পরে মঙ্গলবার সকালে বিক্রয়ের জন্য মাছটি ঝিটকা বাজারে নিয়ে আসেন।
তিনি বলেন, “মাছটি অনেক বড় হওয়াই একক ক্রেতা না থাকায় মাছটি কেটে প্রতি কেজি ১২০০ টাকা দরে ৩০ হাজার টাকায় বিক্রি করি।”
মাছ কিনতে আসা কয়েকজন ক্রেতা বলেন, সচরাচর এতো বড় মাছ বাজারে দেখা যায় না। দীর্ঘ দিন পর ঝিটকা বাজারে বড় মাছ পেয়েছেন তারা।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলীও বাজারে মাছটি বিক্রি হওয়ার কথা শুনেছেন বলে জানান।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]