নাটোরে আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভ্যানচালকের মৃত্যু

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2023, 04:53 AM
Updated : 9 March 2023, 04:53 AM

নাটোরের সিংড়া উপজেলায় ওয়েল্ডিং ওয়ার্কশপের আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ সময় আরও চারজন অগ্নিদগ্ধ এবং কয়েকটি দোকান পুড়ে গেছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিংড়ার ইটালী ইউনিয়নের কুমগ্রাম বাজারে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিংড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. রেজোয়ান।

নিহত ৪৭ বছরের জগদীশ কুমার ওই এলাকার সুরেশ্বর কুমারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ইটালী ইউপির চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, “রাত সাড়ে ১০টার দিকে বাজারের হাবিবুর রহমানের তালাবদ্ধ দোকান ঘরে আগুন লাগলে স্থানীয়রা তা নেভাতে এগিয়ে আসেন। এ সময় দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

“বিস্ফোরণে প্রাণ হারান আগুন নেভাতে চেষ্টা করা জগদীশ কুমার। মুহূর্তের মধ্যে আগুন বাজারের আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ হন আরও চার জন।”

খবর পেয়ে সিংড়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিদগ্ধদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান ইউপি চেয়ারম্যান।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রেজোয়ান বলেন, “প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছি।

“তদন্ত শেষে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবো। তবে আট থেকে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।”

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন।

মুঠোফোনে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্ষতিগ্রস্থ পরিবারগুলোয় খাবার সামগ্রী পাঠানো হচ্ছে। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।“