কুড়িগ্রামে মোটরসাইকেলের ট্যাংক থেকে ফেনসিডিল উদ্ধার 

এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 07:12 AM
Updated : 9 Nov 2023, 07:12 AM

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কৌশলে মোটরসাইকেলের ট্যাংকে লুকিয়ে রাখা ৪৫ বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, বুধবার রাতে নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি (খারাপাড়া) গ্রাম থেকে ফেনসিডিলগুলো আটক করা হয়।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাচারের সময় মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকের ভেতরে অভিনব কায়দায় ফিটিং করা ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং মোটরসাইকেলটি জব্দ করে পুলিশের একটি দল। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন বলেন, এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা করা হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।

মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।