বাড়ির বারান্দায় একটি ইজিবাইক চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা ছিল।
Published : 05 Nov 2023, 04:23 PM
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বিকাল ৫টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান।
নিহত মাসতুরা আক্তার ওই গ্রামের মাসুদ রানা ও সোনিয়া খাতুন দম্পতির একমাত্র সন্তান।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বাড়ির বারান্দায় একটি ইজিবাইক চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা ছিল। শিশুটি সবার অজান্তে সেখানে গিয়ে কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তার মা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]