“আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে টেনে আনা বিএনপির ভুল এবং অন্যায়।”
Published : 03 Jan 2024, 03:38 PM
বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচিকে নিছকই রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “বিএনপির অসহযোগ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে আদালত বর্জনের ডাক দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
“বিএনপির আইনজীবীরা যে আদালত বর্জন করেছেন সেটি নিছক রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে আমি মনে করি। এর কোনো মর্মার্থ নেই।”
তিনি আরও বলেন, “কারণ আদালত আদালতের কাজ করে যাচ্ছে। আদালত বিচারকার্যে মনোনিবেশ করছে। তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে টেনে আনা বিএনপির ভুল এবং অন্যায়।”
মন্ত্রী বলেন, “জনগণ নির্বাচনকে মেনে নিয়েছেন।ওনারা (বিএনপি) কথা বলে যেতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণ সঠিকভাবেই তাদের অধিকার ব্যক্ত করবেন। “
এ সময় আইনমন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।