বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মনোনয়নপত্র নিয়েছেন তিনি।
Published : 28 Nov 2023, 09:51 PM
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস।
মঙ্গলবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার ফারিহা তানজিমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
নকুল কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলীয় নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হলে কোনো সমস্যা নেই। এমনকি অন্য দলকে সহায়তা করা যাবে। এতে কোনো আপত্তি নেই। এ ঘোষণার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হয়েছি।”
এর আগে এতটা আশাবাদী ছিলেন না জানিয়ে নকুল কুমার বিশ্বাস বলেন, “মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে সাধারণ মানুষের ভিড় আরও আশাবাদী করেছে।”
তিনি বলেন, “যেখানেই গিয়েছি। সাধারণ মানুষ এসে কথা বলেছেন। সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একেকজন ২০০, ৫০০ করে ভোট এনে দেওয়ার অঙ্গীকার করেছে। সবার সমর্থন আমার আশা-আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছে।”
এ সময় তার সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মী ও ভক্ত-অনুরাগীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
৩০ নভেম্বর বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন তিনি।