সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া উত্তরপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস জানিয়েছেন।
নিহত ১২ বছর বয়সী আবু বক্কার ওরফে আনন্দ ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং চর চিলগাছা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
শিশুটির বাবা রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ওয়াজ মাহফিল শোনার জন্য ছেলের এক বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে সে আর বাড়ি ফিরেনি। সকালে নিজেদের সেচপাম্পের ঘরের মধ্যে ছেলের মরদেহ দেখে স্থানীয় কৃষকরা বাড়িতে খবর দেয়।
পরিদর্শক সুমন কুমার জানান, মরদেহের চোখ দিয়ে রক্ত ঝরছিল এবং অণ্ডকোষও ছিলো রক্তাক্ত। শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবং পরবর্তী আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে।
তদন্তের স্বার্থে নিহতের বাবার উল্লেখ করা বন্ধুর পরিচয় প্রকাশে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা।