দেশীয় তামাক শিল্প রক্ষায় দ্রুত নীতিমালা প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছেন তামাক চাষিরা।
রোববার সকালে কুষ্টিয়া পৌরসভার সামনে জেলার তামাক চাষি কল্যাণ সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আশরাফুল ইসলাম কবিরাজ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বহুজাতিক কোম্পানিগুলো আগে কেবল দামি সিগারেট প্রস্তুত করত। আর দেশীয় কোম্পানি তৈরি করত কম দামের সিগারেট। কিন্তু কয়েক বছর ধরে বহুজাতিক কোম্পানিগুলোও কম দামের সিগারেট প্রস্তুত শুরু করেছে। এতে মার খাচ্ছে দেশীয় কোম্পানিগুলো। প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে এরই মধ্যে অনেক দেশীয় কোম্পানি বন্ধ হয়ে গেছে। ফলে দেশের তামাক চাষিরা বহুজাতিক কোম্পানিগুলোর হাতে জিম্মি হয়ে পড়েছে। তারা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য হতে বঞ্চিত হচ্ছে।
বক্তারা বলেন, এ কারণে সরকার ২০১৮-১৯ অর্থ বছরে শতভাগ দেশীয় কোম্পানিগুলোর জন্য আলাদা নীতিমালা তৈরির উদ্যোগ নিলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এতে হুমকির মুখে পড়েছে ৩০টি দেশীয় সিগারেট প্রস্তুতকারী কোম্পানি।
বক্তারা দ্রুত এ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে দেশীয় কোম্পানিগুলোকে টিকিয়ে রাখার আহ্বান জানান।