ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে দুর্গাপুরে যাওয়ার পথে বালুবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয় বলে জানায় পুলিশ।
Published : 28 Nov 2023, 07:35 PM
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে উপজেলার আতকাপাড়া বামনখালী সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদের মধ্যে একজন নারী (৪০) ও অপরজন পুরুষ (৪৫)।
আহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাজুরা বাজার এলাকার মোফাজ্জল আলীর ছেলে শরাফত আলী (৩২), একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে পারভেজ আলী (৩০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গুনেরগাঁতী এলাকার ফেলবান মিয়ার ছেলে হাসান মিয়া (২৮)।
স্থানীয়দের বরাতে ওসি রাশেদুল ইসলাম জানান, বিকালে ময়মনসিংহ থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা দুর্গাপুরের উদ্দেশে রওনা করে। পথে সোমেশ্বরী নদী থেকে বালু নিয়ে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী মারা যান।
স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।
অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরপর চালক পালিয়ে গেলেও বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি রাশেদুল।