দুপুরে স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুর পাড়ে পিঠা খাচ্ছিল জান্নাত ও আনিকা।
Published : 30 Nov 2023, 11:24 AM
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পুকুরে ডুবে দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ অধিকারী।
নিহতরা হলো- ওই এলাকার আলম হাওলাদারের মেয়ে আনিকা সুলতানা (৫) এবং ওহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (৫)। তারা দুইজনই স্থানীয় একটি স্কুলে শিশু শ্রেণিতে পড়ত।
ওসি বলেন, দুপুরে স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুর পাড়ে পিঠা খাচ্ছিল জান্নাত ও আনিকা। এরই মধ্যে হঠাৎ তারা পুকুরে ডুবে যায়। এক পর্যায়ে তাদেরকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন।
তিনি আরও বলেন, স্থানীয় এক কিশোর ওই পুকুরে গোসল করতে গিয়ে আনিকা ও জান্নাতকে ভাসতে দেখে চিৎকার করে ওঠে।
এ সময় অন্যরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]