কক্সবাজারে সমুদ্রে নেমে পর্যটকের মৃত্যু

সৈকতের সুগন্ধা পয়েন্ট পরিবারের সদস্যদের সঙ্গে গোসলের সময় তিনি পানিতে ঢলে পড়ে যান।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2022, 08:36 AM
Updated : 26 Dec 2022, 08:36 AM

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২ টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে বলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান জানান।

মৃত ৫২ বছর বয়সী ইকবাল হোসেন গাজীপুর জেলার টঙ্গী এলাকার মৃত মিন্নাত আলীর ছেলে।

তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান মিজানুজ্জামান।

স্বজনদের বরাতে মিজানুজ্জামান বলেন, সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট পরিবারের সদস্যদের সঙ্গে ইকবাল গোসল করতে নামেন। তিনি সাগরের হাঁটু পরিমাণের কম পানিতে গোসল করছিলেন।

এক পর্যায়ে তিনি পানিতে ঢলে পড়ে গেলে স্বজন ও স্থানীয় লাইফগার্ড কর্মীদের সহায়তায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।

মৃত ইকবালের মেয়ে সিরাজুম মুনিরা বলেন, “পরিবারের অন্য সদস্যরা একটু গভীর পানিতে গোসল করলেও তার বাবা কূলে সামান্য পানিতে বসেছিলেন। এক পর্যায়ে তিনি মাথা ঘুরে পানিতে পড়ে যান।”

তবে ইকবাল আগে থেকে অসুস্থ ছিলেন না বলেও জানান তিনি।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, “দুপুরে লাইফগার্ড কর্মীরা ইকবাল হোসেন নামের এক পর্যটককে হাসপাতালে আনেন। কিন্তু এখানে আনার আগেই তার মৃত্যু হয়।“

মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এ চিকিৎসক।