উপ নির্বাচনে ‘ভয়ভীতি’: গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যানকে শোকজ

শোকজের চিঠি পাওয়ার ৪ ঘণ্টার মধ্যে জবাব নির্দেশ দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2023, 06:07 PM
Updated : 29 Jan 2023, 06:07 PM

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান মো. হুমায়ূন রেজাকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে অন্য দলের ভোটারদের ভয়ভীতি ও কেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বুধবার রিটার্নিং অফিসার ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অন্যান্য দল ও মতের কোনো ভোটারকে কেন্দ্রে না যাওয়ার বিষয়ে ভয়ভীতি ও উস্কানিকমূলক বক্তব্যের ভিডিও বার্তা পাওয়া গেছে।

আচরণবিধি অনুযায়ী কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর ৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে হুমায়ুনকে নির্দেশ দেওয়া হয়েছে।

যোগাযোগ করা হলে রোববার রাতে উপজেলা চেয়ারম্যান হুমায়ূন রেজা বলেন, “আমি চিঠির জবাব দিয়েছি। প্রকৃতপক্ষে কোনো ধরনের ভয়ভীতি ও উস্তাকিমূলক কোনো বক্তব্য আমি দিইনি, একটি পক্ষ এডিট করে আমার বক্তব্য প্রচার করেছে।”

তবে আচরণবিধি প্রতিপালনের বিষয়ে ভবিষ্যতে সজাগ থাকবেন বলে উল্লেখ করেন তিনি।

আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের উপনির্বাচন হবে।

Also Read: উপনির্বাচন: উকিল সাত্তার-হিরো আলমসহ ৫২ জনের মনোনয়নপত্র জমা