পুলিশ জানায়, মানিকগঞ্জের একটি হাট থেকে বাইকে বাড়ির দিকে যাচ্ছিলেন ওই দুজন।
Published : 11 Feb 2024, 06:25 PM
ঢাকার ধামরাইয়ে কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী দুই মাংস বিক্রেতা নিহত হয়েছেন।
রোববার দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় এ ঘটনা ঘটে বলে গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক শাহ আলম জানান।
নিহতরা হলেন- ধামরাইয়ের জয়পুরা এলাকার মোহাম্মদ জিয়াউর রহমান (৪০) ও মোহাম্মদ জানিব আলী (৫০)। তারা পেশায় কসাই বলে জানিয়েছে পুলিশ।
এসআই শাহ আলম জানান, মানিকগঞ্জের একটি হাট থেকে বাইকে বাড়ির দিকে যাচ্ছিলেন ওই দুজন। মহাসড়কের বাথুলি এলাকায় পৌঁছলে বিপরীতমুখি কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাইকটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হন।
তিনি বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে কভার্ডভ্যানটি আটক করা যায়নি।