খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Published : 07 Apr 2024, 10:11 AM
সুনামগঞ্জের দিরাই উপজেলায় মসজিদে এক প্রতিবন্ধী কিশোরকে নিয়ে অপর কিশোরদের দুষ্টুমির জেরে বড়দের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার বদলপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
স্থানীয়দের বরাতে ওসি জানান, গ্রামের সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া ও ফারুক মিয়ার লোকজনের মধ্যে পূর্ববিরোধ চলছে।
এরমধ্যে শবে বরাতের রাতে তারাবির নামাজের সময় মসজিদে ফারুক মিয়ার পক্ষের আব্দুল কাইয়ুম মিয়ার ভাগ্নে বুদ্ধি প্রতিবন্ধী হামিদ মিয়ার সঙ্গে সিজিল মিয়ার পক্ষের কয়েকজন কিশোর খেলাচ্ছলে দুষ্টুমি করে।
ওসি বলেন, “এ নিয়ে উভয় পক্ষের বড়রা মসজিদের ভেতরেই তর্কে জড়ান ও হাতাহাতির পর্যায়ে চলে যান। এক পর্যায়ে সিজিল মিয়ার পক্ষের কিছু লোক মসজিদ থেকে বেরিয়ে যান।
“নামাজ শেষে রাত ১১টার দিকে তারা দলবদ্ধ হয়ে আবার মসজিদে এসে ফারুক মিয়ার লোকদের ডাকাডাকি করেন। এ নিয়ে মসজিদের সামনেই উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।”
পরে খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহত হন, সিজিল মিয়া (৫৫), আয়মালা বিবি (৪৫), পাখি মিয়া (৫০), শরাফত উল্লাহ (৪০), সাইফুল (২২), লিটন মিয়া (২৮), আরশ আলী (৫০)। তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়াও আহত সুজন মিয়া (২০), আল মামুন (১৮), গোলাপ মিয়া (৬৫), তাহির মিয়া (৬০), তালহা (১৭), শাহজাহান (৪৭), আব্দুর রহমান (৩৫), নুরুল ইসলাম (৫০) কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।