টঙ্গীতে ক্রসিং ঘেঁষে দাঁড়ানো ট্রাকে ট্রেনের ধাক্কা, কবজি হারালেন যাত্রী

ওই যাত্রীকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় রেলওয়ে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 07:15 AM
Updated : 6 Nov 2023, 07:15 AM

গাজীপুরের টঙ্গীতে লেভের ক্রসিং ঘেঁষে দাঁড়ানো ট্রাকে ট্রেনের ধাক্কায় এক রেলযাত্রীর বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

গত রোববার রাত ১০টার দিকে টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ছোটন শর্মা জানান।

কবজি হারানো মাজেদ খান (৩৫) সিলেট কুলাউড়া এলাকার মো. ইসহাক খানের ছেলে।

এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় আনোয়ার হোসেন (৩৮) নামে ট্রাকচালককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

স্থানীয় ব্যবসায়ী মো. রাজীব জানান, রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের কাছাকাছি মধুমিতা রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ক্রসিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এতে ট্রেনের জানালা দিয়ে বাইরে রাখা রেলযাত্রী মাজেদের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়।

চালক বিষয়টি জানতে পেরে ট্রেনটি টঙ্গী জংশন এলাকায় থামিয়ে মাজেদকে নামিয়ে দেন। পরে স্থানীয়রা তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয় বলে জানায় রেলওয়ে পুলিশ।  

একই কথা জানান টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুর রহমান। 

এসআই ছোটন শর্মা বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।