Published : 18 Dec 2023, 07:48 PM
কুমিল্লার তিতাস উপজেলায় দিন-দুপুরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।
সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়ারচর গ্রামের হারুন মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস জানান।
নিহত মোস্তফা কামাল মুন্সি (৪২) উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের সঙ্গে মোস্তফা কামালের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ইউপি সদস্য তার ভাতিজাকে দিয়ে সোমবার দুপুরে তাস খেলার কথা বলে মোস্তফা কামালকে কৌশলে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় বলে দাবি পরিবারের।
ওসি কাঞ্চন কান্তি বলেন, “একটি দুর্গম এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে। রাস্তার সংস্কার কাজ চলায় আমরা হেঁটে সেখানে যাচ্ছি। যতটুকু জানলাম দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। মোস্তফা কামালের বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে।”
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তবে কেন বা কে তাকে হত্যা করেছে- তা পরে জানা যাবে। ঘটনাটির তদন্ত শুরু করেছি। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হবে।”
মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।