ঝিনাইদহে ‘পাচারের সময়’ সোয়া দুই কেজি স্বর্ণসহ আটক ২

উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি ৩৩১ গ্রাম, আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৮৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2023, 08:03 AM
Updated : 5 May 2023, 08:03 AM

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ‘ভারতে পাচারের’ সময় ২০টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলির ওজন দুই কেজি ৩৩১ গ্রাম। 

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্তের কাজীরবেড় এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়ন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা। 

আটকরা হলেন, উপজেলার জিন্নানগর গ্রামের সাদির আলি মণ্ডলের ছেলে আছানুর রহমান ও চয়েন মণ্ডলের ছেলে নবিছদ্দি মণ্ডল।

বিজিবি কর্মকর্তা রানা জানান, পলিয়ানপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কাজীরবেড় গ্রামের মাঠের মধ্যে অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। 

“রাত ১১টার দিকে মাঠের মধ্যে দিয়ে সীমান্তের জিরো লাইনের দিকে যাওয়ার সময় দুই জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।”

তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় এক কোটি ৮৫ লাখ টাকা। 

আটকদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আর উদ্ধারকৃত স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমা দানের প্রক্রিয়া চলছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল রানা।