আড়াই ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার: ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

এর আগে গত ১৭ ও ১১ ডিসেম্বর এবং ১৮ সেপ্টেম্বর ট্রেনটির একই বগি নগরীর বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়েছিলো।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2022, 05:52 AM
Updated : 26 Dec 2022, 05:52 AM

বগি লাইনচ্যুত হয়ে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামের পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয় বলে ময়মনসিংহ রেলওয়ে লোকোশেডের ইনচার্জ ইঞ্জিনিয়ার আব্দুর রহিম জানান।

এর আগে সকাল সাড়ে ৭টায় নগরীর কেওয়াটখালী এলাকার রেল ব্রিজ সংলগ্ন এলাকায় ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, জারিয়া ও মোহনগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ইঞ্জিনিয়ার আব্দুর রহিম বলেন, ট্রেনটি সম্প্রতি বেশ কয়েকবার লাইনচ্যুত হওয়ায় মেরামতের জন্য চট্টগ্রামের পাহাড়তলি কারখানাতে পাঠানো হচ্ছিলো। যাত্রা শুরুতেই কেওয়াটখালী রেল ব্রিজের কাছেই একটি বগি লাইনচ্যুত হয়।

Also Read: ময়মনসিংহ এক্সপ্রেস ফের লাইনচ্যুত

“ঘটনার পরপরই আমরা উদ্ধারকারী ট্রেন নিয়ে ঘটনাস্থলে এসে উদ্বার কাজ শুরু করি। আড়াই ঘন্টা পর ট্রেনটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”

এ নিয়ে এ বছর চতুর্থ বারের মতো ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হলো। এর আগে গত ১৭ ও ১১ ডিসেম্বর এবং ১৮ সেপ্টেম্বর ট্রেনটির একই বগি নগরীর বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়েছিলো।