সমশের মুবিনের পক্ষে নামলেন আওয়ামী লীগের একাংশ

বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2023, 05:50 PM
Updated : 31 Dec 2023, 05:50 PM

সিলেট-৬ আসনে তৃণমূল বিএনপির চেয়ারম্যান সমশের মুবিন চৌধুরীর পক্ষে প্রচার চালিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশ। 

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সমশের মুবিনের সোনালী আঁশ প্রতীকে ভোট চেয়ে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমোহনী এলাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিমের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন নেতাকর্মীরা।

পরে পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে কদমতলী পয়েন্টে পথসভা করেন নেতারা।

বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং ঈগল প্রতীক নিয়ে ভোটের মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম সাংবাদিকদের বলেন, “দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সমশের মুবিন চৌধুরীর পক্ষে গণসংযোগে নেমেছি। এ ছাড়া সারা দেশে যে উন্নয়ন হয়েছে তার তুলনায় সিলেট-৬ আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। উন্নয়ন নিশ্চিত করতে প্রচারে নেমেছি। সমশের মুবিন চৌধুরী আমার উপজেলারও কৃতি সন্তান; তাই ভোটের মাঠে রয়েছি।”

গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ বলেন, “আমাদের দল নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে যে কাউকে ভোট দিতে উন্মুক্ত করেছেন। সে হিসেবে আমরা উপযুক্ত প্রার্থী হিসেবে এবং উন্নয়নে পিছিয়ে পড়া গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে এগিয়ে নিতে সমসের মুবিন চৌধুরীকে সমর্থন করেছি।”  

গোলাপগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক আহমদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন মঞ্জুর শাফি চৌধুরী এলিম, মো. রুহেল আহমদ, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক স্বপন কান্তি কর, নুরুল আলম খান, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন পুতুল, পৌর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মামুন আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা তাজির উদ্দিন।

পরে এদিন সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমুড়া ইউনিয়নের ঘাঘুয়া গ্রামে এক নির্বাচনি সভা হয়। এতেও প্রধান অতিথির বক্তব্য দেন মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

পরে রাতে তিনি ঢাকা দক্ষিণ এলাকায় সোনালী আঁশের পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেন।