জয়পুরহাটে ইজিবাইক চার্জার তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2022, 06:51 AM
Updated : 15 August 2022, 06:51 AM

জয়পুরহাট শহরে একটি ইজিবাইক চার্জার তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

হাউজিং এস্টেট এলাকায় ‘ইতি এন্টারপ্রাইজ’ নামের ওই কারখানায় রোববার রাতে লাগা আগুন ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন ।

জয়পুরহাট ফায়ার স্টেশন কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ তালাপাত্র বলেন, “আগুন লাগার পর দ্রুতই তা ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ইতি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী তারেকের দাবি, আগুনে তার কারখানার প্রায় ১০ লাখ টাকার মামলামাল পুড়ে গেছে।