টাঙ্গাইলে বনরক্ষীদের থেকে গাড়ি-গুলি ছিনতাই: গ্রেপ্তার ৩

র‌্যাব কর্মকর্তা জানান, মামলার এজারভুক্ত তিনজন গ্রেপ্তার হলেও ছিনতাই হওয়া গুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2023, 06:34 PM
Updated : 30 Jan 2023, 06:34 PM

টাঙ্গাইলের মধুপুরে বনরক্ষীদের কাছ থেকে কাঠ বোঝাই গাড়ি ও রাইফেলের গুলি ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার ভোরে কালিহাতীর এলেঙ্গা ও গাজীপুরের কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের র‌্যাব-১৪ এর তিন নম্বর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন, মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের বাসিন্দা কুরবান আলীর ছেলে শাহাদৎ আলী (৩৫), একই গ্রামের ছোরহাব ভূঁইয়ার ছেলে মালেক (৪২) এবং আব্দুল কদ্দুছের ছেলে সাইদুল ইসলাম (৩০)।

র‌্যাব কমান্ডার জানান, গত ২৫ জানুয়ারি গভীর রাতে মধুপুর বনাঞ্চলের অরণখোলা এলাকায় বন থেকে গজারি গাছ কেটে পাচার করার তথ্য পান দোখলা রেঞ্জের বন কর্মকর্তা হামিদুর ইসলাম। এরপর বনরক্ষীদের সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থলে যান। তখন ২৫/৩০ বনদস্যু তাদের বেদম মারপিট করে।

এ সময় বন কর্মকর্তার কাছে থাকা সরকারি রাইফেল ভেঙে চারটি গুলিসহ আটক কাঠ বোঝাই অটোরিকশা নিয়ে পালিয়ে যায় বনডাকাত।

এ ঘটনায় মধুপুর থানায় একটি মামলা করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, “মামলার এজারভুক্ত তিনজন গ্রেপ্তার হলেও ছিনতাই হওয়া গুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।”